মানুষ ও জীন জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদতের মধ্যে রয়েছে শারীরিক ও আর্থিক ইবাদত। শারীরিক ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো সালাত বা নামাজ। ইসলামের ৫টি ভিত্তির মধ্যে ইমানের পরই সালাতের স্থান।
মুসলমানদের জন্য দিনে-রাতে পাঁচ বার সালাত আদায় করতে হয়। এই পাঁচ ওয়াক্ত সালাত আদায়ের জন্য রয়েছে নির্দিষ্ট সময় বা ওয়াক্ত। আজকে আমরা পাঁচ ওয়াক্ত সালাতের নির্দিষ্ট সময় সম্পর্কে জানব। পাঁচ ওয়াক্ত সালাতের ওয়াক্ত গুলো হলো-
১। ফজর: রাত শেষে পূর্ব আকাশে আলো দেখা দিলে ফজরের সময় শুরু হয়। সূর্য ওঠার পূর্ব পর্যন্ত ফজর সালাতের সময় থাকে।
২। যোহর: দুপুরে সূর্য পশ্চিম আকাশে ডলে পড়লে যোহরের সময় শুরু হয়। কোনো কাঠির ছায়া দ্বিগুণ হওয়া পর্যন্ত যোহরের সময় থাকে।
৩। আসর: যোহরের সময় শেষ হওয়ার পর আসরের সময় শুরু হয়। সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আসর সালাতের সময় থাকে।
৪। মাগরিব: সূর্য অস্ত যাবার পর মাগরিবের সময় শুরু হয়ে পশ্চিম আকাশে লাল আভা মুছে যাওয়া পর্যন্ত মাগরিবের সময় থাকে।
৫। ইশা: মাগরিবের সময় শেষ হওয়ার সাথে সাথেই ইশা সালাতের সময় শুরু হয় এবং ফজরের পূর্ব পর্যন্ত এশার ওয়াক্ত থাকে।ইশারের সালাত মধ্যরাতের পূর্বে আদায় করা ভালো।
উপরের সময়গুলো থেকে আমরা সহজে বুঝতে পারলাম যে, শুধুমাত্র ফজরের সালাত ব্যতীত প্রত্যেকে সালাতের সময় শেষ হলেই পরবর্তী সালাতের সময় শুরু হয়। অর্থাৎ, জোহর শেষে আসর, আসর শেষ মাগরিব, মাগরিব শেষে ইশা এবং ইশার সালাতের সময় শেষ হলে ফজরের সালাতের সময় শুরু হয়।