পর্ব-ভিত্তিক Preposition নিয়ে আলাপচারিতার এ পর্যায়ে আজকের পর্বে আমরা জানবো Preposition এর আসল কাজ এবং ব্যবহার। শুরুটা করছি সাধারণ কিছু বিষয়ের আলাপন দিয়ে-
★ 24 hours এর চেয়ে বড়ো সময়- দিন, সপ্তাহ, মাস, বছর কিংবা সাল ইত্যাদির আগে In বসে।
Example: In 2020, In June etc.
★ 24 hours এর চেয়ে ছোটো সময়- ঘড়ির সময়, সকাল, দুপুর, বিকাল সন্ধ্যা, রাত ইত্যাদির ক্ষেত্রে At বসে।
Example: at night, at ten ‘o clock.
*** সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময়ের আগে যদি sentence এ the থাকে তবে সেই the এর আগে in বসে।
Example: in the morning.
★ বড়ো স্থান ও জায়গার নামের আগে in বসে।
Example: She lives in Dhaka.
★ ছোটো স্থান ও জায়গার নামের আগে at বসে।
Example: She lives in Dhaka at khilgaon.
★ তারিখ, দিবস, সাপ্তাহিক বার ইত্যাদির পূর্বে on বসে।
Example: on Monday, on 9th March.
★ কোন কিছু স্পর্শ করে আছে, এমন বুঝলে on বসে।
Example: The pen is on the book.
★ Gap ( শূন্যস্থান) এর পরে যদি base form অর্থাৎ verb এর present form এ কোন verb থাকে তাহলে সেই gap এ to বসে।
*** to এর পর verb এর base form হয়।
★ Tense এর যে তিনটি perfect continuous tense আছে, সেই tense এ সময়ের সমষ্টি বোঝালে for এবং নির্দিষ্ট সময় বুঝালে since বসে।
Rules of Preposition
Preposition এর rules বলতে যা বুঝায়, কিংবা আসলে preposition বলতে যা বুঝায় তার আলোচনা এখান থেকেই শুরু হচ্ছে-
★ Without এর ব্যবহার:
ব্যতীত, ছাড়া বুঝাতে without বসে।
Example: We can’t live without Oxygen.
★ Within এর ব্যবহার:
সময়ের নির্দিষ্টতা অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে বুঝাতে within বসে।
Example: She will comeback within 2 days.
★ Beside এর ব্যবহার:
Beside অর্থ ‘পাশে’। পাশে কিছু আছে বুঝাতেই beside ব্যবহৃত হয়।
Example: She sat beside me in the examination hall.
★ Towards এর ব্যবহার:
বরাবর, দিকে বুঝাতে towards বসে।
Example: She is going towards college.
★ Behind এর ব্যবহার:
Behind অর্থ পিছনে। সুতরাং পেছনে আছে বা থাকবে এমন অর্থ বুঝাতে behind বসে।
Example: Please sit behind her.
★ Across এর ব্যবহার:
এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, এমন ক্ষেত্রে across বসে।
Example: Go across the line.
★ Beyond এর ব্যবহার:
সাধ্যের বাইরে কিছু হচ্ছে, আছে এমন বুঝাতে Beyond বসে।
Example: The expense of the tour is beyond my budget.
★ Since এর ব্যবহার:
সময়ের নির্দিষ্টতা অর্থাৎ নির্দিষ্ট সময়ে কিছু হওয়া, চলমান কিংবা হবে অথবা হয়েছিল বোঝাতে since বসে।
Example: She has been reading since morning.
★ Below এর ব্যবহার:
নিচে কিছুর অবস্থান বুঝাতে below বসে।
Example: I love walking below the sky.
★ Down এর ব্যবহার:
উপর থেকে নিচে বুঝাতে down বসে।
ধরুন কিছু একটা উপরে ছিল, এখন কোনভাবে এটা নিচে পড়ে যাচ্ছে কিংবা নেমেছে। এমন ক্ষেত্রে preposition ‘down’ ব্যবহৃত হয়।
Example: The mango fell down from the tree.
★ Through এর ব্যবহার:
কোন কিছুর মধ্য দিয়ে অতিক্রান্ত হচ্ছে বা কিছুর মাধ্যমে কিছু একটা হচ্ছে, এমন ক্ষেত্রে through বসে।
Example: She went to her village through the jungle.
★ Along এর ব্যবহার:
বরাবর বুঝাতে along বসে।
Example: Go along the road.
লিখেছেন- লামিয়া তানজীন মাহমুদ
পড়তে পারেন Preposition এর ১ম পর্ব, ২য় পর্ব ও ৪র্থ পর্বও