ধারাবাহিক মডেল টেস্টের আজকের পর্বে রয়েছে ৮ম শ্রেণির শিক্ষার্থী ও জেএসসি পরীক্ষার্থীদের জন্য গণিতের ৫ম অধ্যায়ের ওপর মডেল টেস্ট। বীজগণিতীয় ভগ্নাংশ অধ্যায়ের দুইটি অনুশীলনীর সমন্বয়ে ৫টি নমুনা সৃজনশীল প্রশ্ন দেয়া হয়েছে। প্রশ্নগুলো সমাধান করার পর এই ধরণের আরও অনেক প্রশ্নের সমাধান করতে পারবে পরিক্ষার্থী শিক্ষার্থীরা।

তিনটি বীজগাণিতিক ভগ্নাংশ।
ক) ১ম ভগ্নাংশের হরকে উৎপাদক বিশ্লেষণ কর।
খ) ১ম ও ২য় ভগ্নাংশের যোগফল থেকে ৩য় ভগ্নাংশ বিয়োগ কর।
গ) ভগ্নাংশ তিনটিকে সমহত বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ কর।

চারটি বীজগাণিতিক ভগ্নাংশ।
ক) তৃতীয় ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ কর।
খ) সরল কর: 1/ (1-x+x2) – 1/ (1+x+x2) – 2a/ (1+x2+x4 )
গ) ১ম, ২য় ও ৪র্থ ভগ্নাংশটি যোগ কর।

তিনটি বীজগাণিতিক ভগ্নাংশ।
ক) x=3 হলে, 9x2-24x+16 এর মান কত?
খ) ১ম ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ কর।
গ) ২য় ও ৩য় ভগ্নাংশটিকে সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ কর।

তিনটি বীজগাণিতিক ভগ্নাংশ।
ক) ১ম ও ২য় রাশির অনুপাত নির্ণয় কর।
খ) ১ম ও ২য় রাশির যোগফল হতে ৩য় রাশি বিয়োগ কর।
গ) ভগ্নাংশ তিনটিকে সমহরবিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ কর।

তিনটি বীজগাণিতিক ভগ্নাংশ।
ক) ১ম ভগ্নাংশ থেকে ২য় ভগ্নাংশ বিয়োগ কর।
খ) ১ম ও ২য় ভগ্নাংশের যোগফলের সাথে ৩য় ভগ্নাংশ বিয়োগ করে সরল কর।
গ) ভগ্নাংশ তিনটিকে সমহরবিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ কর।