শিক্ষাকে সবার কাছে সুজে ও বিনামূল্যে পৌঁছে দিতে বাংলাদেশের বৃহৎ শিক্ষা বিষয়ক অনলাইন প্ল্যাটফর্ম 90 DEGREE Education এর উদ্যোগে আয়োজিত হয়ে গেল চিত্রাঙ্কন প্রতিযোগিতা। চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত বসুন্ধরা নগরীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান Bright Future School এ গত ১৯ অক্টোবর আয়োজন করা হয় এই প্রতিযোগিতার। প্রতিযোগিতায় প্লে থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিশ্বব্যাপী করোনা পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও প্রায় দীর্ঘ দেয় বছর বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের পড়ালেখায় আগ্রহী করে তোলা ও শিক্ষা প্রতিষ্ঠান মুখী করতে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে 90 DEGREE Education এর পক্ষ থেকে উদ্যোগ নেয়া হয় এই আয়োজনের। আয়োজনের শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন 90 DEGREE Foundation এর ভাইস-চেয়ারম্যান বিশিষ্ট সমাজ-সেবক ও শিক্ষানুরাগী জাফর আহম্মেদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাউসার, যুগ্ম-সাধারণ সম্পাদক নাসির উদ্দীন ও Bright Future School প্রধান শিক্ষক নিলুফার বানু।

আয়োজিত অনুষ্ঠানে 90 DEGREE Foundation এর ভাইস-চেয়ারম্যান জাফর আহম্মেদ বলেন, ‘দক্ষ ও উন্নত জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। আগামী দিনে দেশকে এগিয়ে নিয়ে যেতে তোমাদেরকেই (শিক্ষার্থীদের) এগিয়ে আসতে হবে। শিক্ষাকে সহজ ও সুলভ করতে 90 DEGREE Education সবসময় তোমাদের জন্য কাজ করে যাচ্ছে এবং সম্পূর্ণ ফ্রি-তে শিক্ষা দিয়ে যাচ্ছে অনলাইনে। ভবিষ্যতেও ইনশাআল্লাহ, এই ধারা অব্যাহত থাকবে।’
অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন 90 DEGREE Education ও স্কুলের শিক্ষকরা।