বাংলাদেশের বৃহৎ অনলাইন-ভিত্তিক শিক্ষা বিষয়ক প্ল্যাটফর্ম 90 DEGREE Education। অনলাইন শিক্ষাকে সম্পূর্ণ নতুন মাত্রায় পৌঁছে দেয়া প্রতিষ্ঠানটি প্রথম ব্যাচের সাফল্যের পর এবার দ্বিতীয় ব্যাচ তাদের শিক্ষার্থীদের জন্য চালু করতে যাচ্ছে। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে চালু হতে যাচ্ছে ৫ম থেকে ৮ম শ্রেণির জন্য সম্পূর্ণ নতুন ব্যাচ।
ব্যাচগুলোর অন্যতম আকর্ষণগুলো হলো-
- অনলাইনে zoom এর মাধ্যমে ক্লাস
- সরাসরি জার্মানি থেকে ক্লাস
- সপ্তাহে ৩ দিন ২ ঘণ্টা করে ক্লাস
- ক্লাস মিস করলে রেকর্ডেড ক্লাসের ব্যবস্থা
- সপ্তাহে ১ দিন পরীক্ষা
- গণিত, ইংরেজি ও বিজ্ঞান বিষয়ের ক্লাস
- অর্ধ বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত সিলেবাস অনুযায়ী ৫ মাসের কোর্স
গুণগত মানে আপোষহীন হওয়ায় প্রকৌশলী মুহাম্মদ হাসান ও ডা. নাবিলা আদনানের তত্ত্বাবধান ও পরিচালনায় একদম সীমিত সংখ্যক আসনে ভর্তি নেয়া হচ্ছে।
এ প্রসঙ্গে 90 DEGREE Education এর প্রতিষ্ঠাতা পরিচালক প্রকৌশলী মুহাম্মদ মুহিব হাসান জানান, “আমরা প্রাথমিকভাবে এই বছর ৪র্থ শ্রেণি থেকে ৮ম শ্রেণির কোর্স চালু করার চিন্তা করলেও সময় স্বল্পতার কারণে ৫ম, ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির কোর্স চালু করি। দেশ-বিদেশ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছি আমরা। এছাড়া অনুরোধও ছিলো অনেক। তাই সবাই যাতে গুণগত শিক্ষালাভের সুযোগ পায়, সে উদ্দেশে আমরা সম্পূর্ণ নতুন ব্যাচ চালু করার সিদ্ধান্ত নিয়েছি।”
এসএসসি ও এইচএসসি ২ বছর মেয়াদি হওয়ায় এখনও চালু করা না হলেও খুব দ্রুত ব্যাপক চাহিদা ও অনুরোধ থাকায় ব্যাচ দুটি চালু করার ইচ্ছা আছে বলে জানান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ডা. নাবিলা আদনান।
ভর্তি সংক্রান্ত সকল তথ্য ও ফী সংক্রান্ত তথ্য জানতে হোয়াটসঅ্যাপ করা যাবে প্রতিষ্ঠানের অফিসিয়াল নাম্বারে। এছাড়া যোগাযোগ করা যাবে ফেইসবুকেও।

