Linking Words এর ব্যবহার নিয়ে ঝামেলায় পড়েনা এমন শিক্ষার্থীদের সংখ্যা অনেক। কীভাবে যে কী ব্যবহার করবে তা বাংলায় চিন্তা ক্রে ইংরেজিতে বলতে বলতে দেখা যায় অনেক সময় সামনের মানুষ হয় বিরক্ত। আর লেখার ক্ষেত্রে সময় বয়ে যায়। এই Linking Words গুলোকে সহজে কীভাবে সঠিকভাবে ব্যবহার করা যায়, তা নিয়েই আমাদের আজকের লেখা-
Link অর্থ যুক্ত বা কানেক্ট করা। Linker অর্থ যুক্তকারী বা সংযোগকারী। যেসব word বা phrase, word -এর সঙ্গে word, phrase -এর সঙ্গে phrase এবং sentence-এর সঙ্গে sentence-এর সংযোগ ঘটিয়ে থাকে, তাকে linker বলে। যেমন:
Example –
- I know the boy who has gone there.
- Mr. Brahman along with his son visited our house.
প্রাথমিক ধারণা আমরা তো পেয়ে গেলাম। এখন তাহলে নিয়মে চলে যাওয়া যাক। অর্থাৎ, কীভাবে এবং কখন ব্যবহার করব তা নিয়ে আলোচনা শুরু করা যাক-
Rule -1: as well as/ and/ along with/ together with এবং এ ধরনের linker দুটি adjective/ adverb/preposition noun/ verb/ – এর মাঝে সংযোজক হিসেবে ব্যবহৃত হয়। যেমন:
- Mitta as well as Rita was present.
- The students went to the principal and urged for a new school library.
- Mr. Khan along with his son went to the park.
Rule – 2: Not only … but also: দুটি বিষয়, বস্তু, ঘটনা ইত্যাদির শুধু একটির সাথে সাথে অপরটিও হয়, এমন বোঝাতে প্রথমটির আগে not only এবং পরেরটির আগে but also বসে। যেমন:
a. Not only Maria but also Sadia is going to visit Canada.
b. The girl is not only beautiful but also intelligent.
Rule -3: Either … or … অথবা.: দুটির/ দুজনের মধ্যে হয় একটি/ একজন অথবা অন্যটি/ অন্যজন, এ রকম বোঝাতে linker ব্যবহূত হয়। যেমন:
a. Either I or my sister will go to school.
b. Either he or his brothers are responsible for this task
Rule -4: Neither … nor এটাও না … ওটাও না : দুটি বিষয়ের/ বস্তুর বা দুই ব্যক্তির কেউই না/ কোনটিই নয়—এমন বোঝাতে linker ব্যবহূত হয়। যেমন:
- Neither Shipu nor his sister went there.
Rule -5: Both … and … এবং … উভয়েই/ উভয়টিই: দুটি বস্তু/ দুই ব্যক্তি/ উভয়কেই বোঝাতে linker ব্যবহূত হয়। যেমন:
- Both my sister and cousin came to my school.
Rule -6 : Which, Who, that, what, whom, whose এই Pronoun-গুলো দুটি পৃথক বাক্যকে একটি বাক্যে পরিণত করে। যেমন:
a. The man who got arrested yesterday is my brother.
b. I do not know what they are asking for.
c. Mr. Raman is a businessman who works for the betterment of the country.
Rule -7: কোনো incomplete expression কে complete করতে Infinitive-এর বিকল্প হিসেবে Participle-কে ব্যবহার করা যায়। যেমন:
a. He tries to sing well.
b. Mr. Kalam is working for the removal of illiteracy.
c. Mina likes to American culture.
Rule -8: Including, Consisting of, Comprising অন্তর্ভুক্ত করে: এমন বিষয় বা বস্তুর আগে এই Linkers-গুলো ব্যবহূত হয়। যেমন:
a. He published all his report including his evidence.
b. The family consisting of seven members lives in the village.
c. The team consisting of 4 members won the game.
Rule -9 : As a result/ for this reason/ for this/ that is why/ this is why/ thus/ as a consequence/ consequently : Clause/ Sentence দ্বারা কোনো কিছুর কারণ বোঝালে সেই কারণে সংঘটিত প্রভাবের আগে উপরোক্ত Linkers-গুলো ব্যবহূত হয়। যেমন:
Many dishonest businessmen act against the law. As a result, the common people will suffer for them.
Rule -10: In brief/ In short/ In a word/ In a nutshell/ In conclusion বলতে গেলে.: পূর্বে আলোচিত কোনো বক্তব্যের ইতি টানতে তার পূর্বে এই Linkers-গুলো ব্যবহূত হয়। যেমন:
His whole family fully depends on him. He is the only earning member of his family. In a word, he is the all in all of his family.
কতটুকু বুঝতে পেরেছেন, জানিয়ে দিন আমাদের। পরবর্তীতে আলোচনা করা হবে আরও অনেক নিয়ম নিয়ে। ততদিন পর্যন্ত আমাদের সাথেই থাকুন।

