পর্ব-ভিত্তিক Preposition নিয়ে আলাপচারিতার এ পর্যায়ে আজকের পর্বে আমরা শিখবো Preposition এর ব্যবহার, অবস্থান এবং নিয়ম। তাহলে শুরু করছি-
Preposition এর অবস্থান
★ Noun এবং Pronoun এর পূর্বে বসে।
Example: Mother bought the dress for me.
লক্ষ্য করুন, এখানে for একটি preposition এবং me একটি pronoun. For নামক preposition টি pronoun এর আগে বসেছে।
★ Preposition এর ক্ষেত্রে যে বিষয়টা সবার আগে মাথায় আসে তা হলো- preposition মানেই বাক্যের মাঝে বসবে।
সেক্ষেত্রে একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা এই-
Interrogative Pronoun, Interrogative adverbs ও Relative Pronoun. এই তিন দ্বারা শুরু হওয়া Interrogative sentence এ preposition সবসময় sentence এর শেষে বসবে।
Example: What is Dhanmondi famous for?
লক্ষ্য করুন, এখানে ‘for’ preposition টি sentence এর একদম শেষে গিয়ে বসেছে।
★ Adverb এর শুরুতেও অনেক সময় preposition বসে।
Example: Anika walks in here and there. (উল্লেখ্য, walk in অর্থ হেঁটে চলা)।
★ Infinitive এর আগে preposition বসে।
Example: She is about to move on her mind.
এক্ষেত্রে মনে রাখার বিষয় হলো-
পৃথিবীতে যত ধরণের preposition আছে, সবগুলোর মধ্যে কেবল মাত্র to ছাড়া বাকি সবক্ষেত্রে (v1 + ing) অথবা noun হবে। কেবল to এর ক্ষেত্রে verb এর base form হবে। একটু উদাহরণ দিয়ে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে তাহলে-
To এর উদাহরণ-
I want to visit there.
Sentence টি খেয়াল করুন। To এর পর verb এর base form বসেছে। আপনি চাইলে ing যুক্ত করা দেখতে পারেন। দেখুন মিল হচ্ছে না। শ্রুতিমধুর লাগছে না।
To বাদে বাকি সব Preposition এর উদাহরণ-
I am in Class now.
Put the pen on the book.
After leaving my school, I missed that place very much.
Tell me about Puran Dhaka.
He lives in Dhaka at Khilogaon.
Bring the pen with book.
Without water, nobody can lives.
I reached there by using Google Map.
There are 64 Districts of Bangladesh.
We eat for making our-self active and healthy.
উদাহরণে ব্যবহৃত হওয়া প্রতিটা sentence খেয়াল করুন। প্রতিটা preposition এর পরের শব্দ হয় noun নয় (v1 + ing).
আজকের পর্ব এই পর্যন্তই। মূলত এখনও পর্যন্ত preposition এর পরিচয় এবং ব্যবহারের একটা ধারণা দেওয়াটাই preposition এর দুই পর্বের আসল উদ্দেশ্য ছিল। আগামি পর্ব থেকে preposition এর আসল কাজ নিয়ে আলাপ হবে। সে পর্যন্ত শুভকামনা সবার প্রতি।
লিখেছেন- লামিয়া তানজীন মাহমুদ
পড়তে পারেন Preposition এর ১ম পর্ব, ৩য় পর্ব ও ৪র্থ পর্বও