ইংরেজি ব্যাকরণ শেখার শুরুর দিকেই আমরা যেসব টপিকগুলো নিয়ে আলোচনা করি, বা বলা যায় যেসব টপিকগুলো খুব সহজেই আমরা আয়ত্ত করে নিতে পারি, তার মধ্যে Gender অন্যতম। Gender নিয়ে বাংলায় খুব সহজেই আলোচনা করা যায় বাংলা আমাদের মাতৃভাষা বলে। তবে ইংরেজীতে আমাদেরকে মেনে চলতে হবে কিছু নিয়ম। আজকে আমরা চেষ্টা করব সহজেই Gender বোঝার।
Gender শব্দের অর্থ বাংলায় ‘লিঙ্গ’। সহজে বললে বলা যায়, যেসব Noun বা Pronoun দ্বারা পুরুষ, স্ত্রী, বা পুরুষ ও স্ত্রী উভয় এবং জড় পদার্থকে বোঝায় তাকে Gender বলে।
উদাহারন –
Tanim is a boy.
Sonia is a girl.
I have a fountain pen.
The baby cries.
উপরের প্রথম Sentence টিতে ‘boy’ Noun টি দিয়ে একটি পুরুষকে বুঝিয়েছে। দ্বিতীয় Sentence টিতে ‘girl’ Noun টি দিয়ে স্ত্রী বুঝিয়েছে। তৃতীয় Sentence টিতে ‘fountain pen’ টি দিয়ে জড় পদার্থকে বুঝিয়েছে এবং সর্বশেষ Sentence টিতে ‘baby’ Noun টি দিয়ে পুরুষ বা স্ত্রী উভয়কে বুঝিয়েছে। boy, girl, fountain pen, baby সবগুলো Word হলো Gender এর উদাহরণ।
Gender বা লিঙ্গ চার প্রকার
1. Masculine Gender (পুং লিঙ্গ)
2. Feminine Gender (স্ত্রী লিঙ্গ)
3. Common Gender (উভয় লিঙ্গ)
4. Neuter Gender (ক্লীব লিঙ্গ)
1. Masculine gender: যে সব Noun বা Pronoun দিয়ে পুরুষ জাতি বুঝায় তাদের masculine gender বলা হয় বা ঐ সব noun বা pronoun কে masculine noun বলে ।
যেমন: Manna, father, uncle, he, grandfather, boy ইত্যাদি।
2. Feminine gender: যে সব noun বা pronoun দিয়ে স্ত্রী জাতি বুঝায় তাদের feminine gender বলে।
যেমন: Mona, Mother, grandmother, aunt, she, sister ইত্যাদি।
3. Common gender: যে সব Noun বা Pronoun দিয়ে একই সাথে পুরুষ এবং স্ত্রী উভয়ই বুঝানা হয় তাদের common gender বলে।
যেমন: lawyer (উকিল), orphan (এতিম), parent (মা, বাবা), student (ছাত্র/ছাত্রী), cousin (চাচাত, খালাত, ফুফাত, মামাত ভাই বা বোন) ইত্যাদি।
4. Neuter Gender (ক্লীব লিঙ্গ): যে সকল Noun বা Pronoun দ্বারা স্ত্রী ও পুরুষ উভয়কে না বুঝিয়ে কোন জড় পদার্থ বা অচেতন বস্তুকে বুঝায়, তাদের Neuter Gender বা ক্লীব লিঙ্গ বলা হয়।
যেমন: Chair, Table, Spoon, Book, Rice, Pen ইত্যাদি।
Gender সম্পর্কে ও Gender এর প্রকারভেদ সম্পর্কে আমরা জেনে নিলাম। এখন আমরা জানার চেষ্টা করব কীভাবে একটি লিঙ্গ থেকে আরেকটি লিঙ্গে রূপান্তর করতে হয়।
Gender পরিবর্তনের নিয়ম –
Rule 1– বেশিরভাগ Masculine noun-কে সম্পূর্ণ ভিন্ন শব্দ ব্যবহার করে Feminine gender করা হয়।
Some masculine noun is changed into feminine gender by using a completely different word:
Masculine – Feminine
Husband – Wife
Father – Mother
Brother – Sister
Man – Woman
Male – Female
Uncle – Aunt
Sir – Madam
Bull – Cow
Rule 2– কিছু কিছু Masculine noun-এর শেষে “ess” যোগ করে Feminine gender করা হয়।
Masculine – Feminine
Host – Hostess
Jew – Jewess
Manager – Manageress
Lion – Lioness
Poet – Poetess
Author – Authoress
Steward – Stewardess
Baron – Baroness
Count – Countess
Heir – Heiress
Rule 3– কিছু Masculine noun-এর শেষের vowel এর জায়গায় সে স্থানে “ess” যোগ করে Feminine gender করা হয়।
Masculine – Feminine
Instructor – Instructress
Actor – Actress
Tiger – Tigress
Director – Directress
Hunter – Huntress
Conductor – Conductress
Rule 4– কিছু Masculine noun-এর শেষে একটু ব্যতিক্রম ভাবে “ess” যোগ করে Feminine gender করা হয়।
Masculine – Feminine
Master – Mistress
Murderer – Murderess
Emperor – Empress
Mister – Miss
Duke – Duchess
Rule 5– কিছু Masculine noun-কে Feminine gender করা হয় এর শেষে a, ine এবং ix যোগ করে।
Masculine – Feminine
Sultan – Sultana
Hero – Heroine
Don – Dona
Signor – Signora
Rule 6:– Compound noun-এর পুরুষবোধক অংশকে Feminine করে এর gender পরিবর্তন করা হয়।
Masculine – Feminine
Son-in-law – Daughter-in-law
Mankind – Womankind
Boy-baby – Girl-baby
Bull-calf – Cow-calf
Male-child – Female-child
Rule 7– Compound noun-এর দ্বিতীয় noun-টিকে Feminine করে এর gender পরিবর্তন করা হয়।
Masculine – Feminine
Landlord – Landlady
Great-uncle – Great-aunt
Step-brother – Step-sister
Peacock – Peahen
Fisherman – Fisherwoman
Gentleman – Gentlewoman
Rule 8– প্রাকৃতিক কিছু সৌন্দর্য্য বা কোমলতার প্রতীক হিসেবে বিবেচনা করে feminine হিসেবে গণ্য করা হয়।
জাহাজ, দেশ, রেলগাড়ী প্রভৃতিকে সবসময় feminine হিসেবে গণ্য করা হয়।
Gender নিয়ে আর ভাবনা নিশ্চয়ই আর থাকবে না। ঠিকভাবে অনুশীলন করতে থাকুন, থাকুন 90 DEGREE Education এর সাথেই।

