ইংরেজি ব্যকরণের একটি গুরুত্বপুর্ণ বিষয় Voice। ইংরেজিতে পটু হতে গেলে বা ইংরেজিতে সুন্দরভাবে লিখতে ও বলতে জানার জন্য voice এর জ্ঞান থাকা খুবই জরুরি। কেন আসলে জরুরি বা প্রয়োজন?-এজন্যই প্রয়োজন যে, আমরা অনেক সময় একটি কাজ নিজে না করেও অন্যের মাধ্যমে করি, কথাকে একটু ঘুরিয়ে বলতে পছন্দ করি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। বাংলায় খুব সুন্দরভাবে না হলেও ইংরেজিতে voice এর মাধ্যমে এ কাজগুলো খুব সুন্দরভাবেই করা সম্ভব।
আজকে আমাদের আলোচনার বিষয় তাই voice. Voice আসলে কী, voice কত প্রকার ও কী কী, voice কীভাবে পরিবর্তন করা যায় । প্রতিটি বিষয় আলোচনার চেষ্টা করা হয়েছে অনেক অনেক উদাহরণের মাধ্যমে। তাহলে শুরু করা যাক-
প্রথমেই একটু জানার চেষ্টা করার যাক voice কী। Voice অর্থ বাচ্য। মূলত ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকেই Voice বা বাচ্য বলে। সহজভাবে বলতে গেলে Voice হলো verb এর গঠন যার দ্বারা subject বা কর্তা নিজে কিছু করে বা অন্যের কাজ তার ওপর এসে পড়ে। ক্রিয়ার প্রকাশভঙ্গি দেখেই বোঝা যায় কর্তা কাজটি নিজে করছেন না কর্তার দ্বারা কোন কাজ সম্পন্ন হচ্ছে। উদাহারন স্বরূপ বলা যায়-
- Tania eats rice.
- I play football.
এ Sentence দুটিতে Tania ও I দুটি Subject, এরা নিজে নিজে Verb-এর কাজ সম্পাদন করছে।
আবার বাক্য দুটিকে অন্যভাবে লেখা যায়। যেমন-
- Rice is eaten by Tania
- Football is played by me.
এ বাক্য দুটিতে Rice ও Football মূলত নিষ্ক্রিয়। যদিও উপরের বাক্য দুটির ভাবগত অর্থ এবং নিচের বাক্য দুটির ভাবগত অর্থ একই । অর্থাৎ Objects হয়েও বাক্যে প্রাধান্য পাচ্ছে।
Voice কাকে বলে তার ধারণা হয়ত আপনাদের এখন পরিস্কার। তাহলে আরেকটু বিস্তারিত জানা যাক-
Kinds of Voice (প্রকারভেদ)
Voice দুই প্রকার হয়ে থাকে।
1. Active Voice (কর্তৃবাচ্য)
2. Passive Voice (কর্মবাচ্য)
জানা যাক তাহলে এই দুই প্রকার কেমন-
1. Active Voice (কর্তৃবাচ্য): কোন Sentence এ যদি Subject নিজে সক্রিয় বা active হয়ে কোন কাজ সম্পাদন করে তখন তাকে Active Voice বলে । যেমন-
I sing a song.
He reads daily newspaper.
Adiba writes a letter.
We are playing cricket.
এখানে লক্ষ্যনীয় যে, প্রতিটি কাজ যেমন- পড়া, গাওয়া, লেখা বা খেলা সবগুলোই কিন্তু কর্তা বা Subject নিজ থেকেই করছে। কেউ তাকে দিয়ে কাজটি করাচ্ছে না পরোক্ষভাবে।
2. Passive Voice ( কর্মবাচ্য ): কোন Sentence এ যদি Subject নিজে কাজটি করে না বরং object এর কাজটি তার ওপর এসে পড়ে বা তাকে দিয়ে কোন কাজ করানো হয় তখন তাকে Passive Voice বলে । যেমন-
A song is sung by me.
Daily newspaper is read by him.
A letter is written by Adiba.
Cricket is being played by us.
উপরের প্রতিটি কাজ কারো দ্বারা করা বোঝানো হয়েছে। যেমন ক্রিকেট খেলার কথাই বলতে পারি। এখানে ক্রিকেট নিজে নিজে কিছু করতে পারেনি। আমরা-ই ক্রিকেট টাকে খেলেছি। তাহলে বোঝা যাচ্ছে, এখানে ক্রিকেট কর্তা হলেও কাজটা শেষ করছে Object.
আমরা মোটামুটি দুই প্রকার voice সম্পর্কে জেনে নিলাম। এখন আমরা জানার চেষ্টা করব কীভাবে আমরা আমাদের কথা বলার ধরন বদলাতে পারি। অর্থাৎ, আমরা কীভাবে এক ধরনের voice কে অন্যটিতে নিয়ে যেতে পারব, তা জানার চেষ্টা করব।
Voice Change করার নিয়ম
Active Voice কে Passive Voice এ পরিবর্তন করার কিছু নিয়ম আছে । সেগুলো কেমন?-
সাধারণত Active Voice কে Passive Voice করতে হলে Active Voice এর Object form Passive Voice এ Subject হয়ে বসে। আবার, Active Voice এর Subject টি Passive Voice এ Object হয়ে বসে এবং তার পূর্বে by বসে। এর পাশাপাশি Active Voice এর মূল Verb এর Past Participle form বসে Passive Voice এ এবং Tense ও Passive Voice এর Subject অনুযায়ী Be Verb বসে।
কথাগুলো একটু জটিল মনে হলেও আমরা উদাহরণ দিয়ে একটু আগালেই বুঝতে পারব পুরো ব্যাপারটি।
যেমন- Active: I see a girl
Passive: A girl is seen by me.
এখানে, active voice এর সাবজেক্ট I, passive voice এ গিয়ে object হয়ে me হিসেবে বসেছে। ঠিক এমনি ভাবে active voice এর অবজেক্ট a girl, passive voice এর সাবকেক্ট হিসেবে বসেছে। Tense হিসেবে be verb ও past participle বসেছে।
এখন প্রশ্ন আসতে পারে, Tense হিসেবে be verb কীভাবে বসবে?- এ জন্য আমাদের Tense অনুযায়ী পরিবর্তন জানতে হবে। আর একটু বলে রাখা ভালো যে, আজকে আমরা মূলত active voice থেকে passive voice এর রূপান্তর নিয়ে বিস্তারিত আলোচনা করব।
Tense অনুযায়ী Active voice কে Passive voice এ পরিবর্তন:
Tense অনুযায়ী Active voice কে Passive voice এ রুপান্তর ভিন্ন ভিন্ন হয়। আসুন জেনে নেই কোন Tense এ কি কি পরিবর্তন হয়।
Present Indefinite Tense
সাধারণ নিয়মের মতই Present Indefinite Tense এ
Active voice কে Passive Voice এ পরিবর্তন করতে হলে-
Active Voice এর Object টি Passive Voice এ এসে Subject হয়ে যাবে
Active Voice এর Subject টি Passive Voice এ Object হয়ে যাবে এবং তার পূর্বে by বসবে।
Passive Voice এ Subject এর Person ও Number অনুযায়ী তার পরে Be Verb বসবে, am / is / are এর যেকোন একটি বসবে।
সব শেষে Active Voice এর মূল Verb টির Past Participle form বসবে Passive Voice এ।
সহজভাবে গঠন প্রণালী দেখে নেই একবার: Active Voice এর Object + am / is/ are + মূল Verb এর Past Participle + by +Active Voice এর Subject.
উদাহারন হিসেবে দেখানো যায় –
Active: Mother cooks noodles.
Passive: Noodles is cooked by mother.
Active: We eat Chocolate.
Passive: Chocolate is eaten by us.
Active : Mr Anis teaches English.
Passive : English is taught by Mr Anis
Active : Mina makes basket.
Passive : Basket is made by Mina.
Past Indefinite Tense
Past Indefinite Tense এ Active voice কে Passive Voice এ পরিবর্তন করতে হলে-
Active Voice এর Object টি Passive Voice এ Subject হয়ে যাবে।
Active Voice এর Subject টি Passive Voice এ Object হয়ে যাবে এবং তার পূর্বে by বসবে।
Passive Voice এর Subject এর Person ও Number অনুযায়ী তার পরে Be Verb, was / were যেকোন একটি বসবে।
Active Voice এর মূল Verb টির Past Participle form Passive Voice এ বসবে।
সহজভাবে গঠন প্রণালী দেখে নেই একবার – Active Voice এর Object + was / were + মূল Verb এর Past Participle + by + Active Voice এর Subject.
উদাহারন হিসেবে দেখানো যায় –
Active: She ate rice.
Passive: Rice was eaten by her.
Active: Rani wrote a letter.
Passive: A letter was written by Rani
Active: She sang a song.
Passive: A song was sung by her.
Active: Mother cooked Fried Rice.
Passive: Fried Rice was cooked by mother.
Active: I knew her.
Passive: She was known by me.
Active: Mar Rahman taught English.
Passive: English was taught by Mr Rahman.
Future Indefinite Tense
Future Indefinite Tense এ Active voice কে Passive Voice এ পরিবর্তন করতে হলে-
Active Voice এর Object টি Passive Voice এ Subject হয়ে যাবে।
Active Voice এর Subject টি Passive Voice এ Object হয়ে বসবে এবং তার পূর্বে by বসবে।
Passive Voice এর Subject এর Person ও Number অনুযায়ী তার পরে Be Verb, shall be / will be যেকোন একটি বসবে।
Active Voice এর মূল Verb টি Past Participle form Passive Voice এ বসবে।
সহজভাবে গঠন প্রণালী দেখে নেই একবার: Active Voice এর Object + shall be / will be + মূল Verb এর Past Participle + by + Active Voice এর Subject.
উদাহারন হিসেবে দেখানো যায় –
Active: I shall sing a song.
Passive: A song will be sung by me.
Active: Maria will make coffee.
Passive: Coffee will be made by Maria.।
Active : Father will buy a car.
Passive : A car will be bought by father.
Active : Mother will cook dinner.
Passive : Dinner will be cooked by Mother.
Present Continuous Tense
Present Continuous Tense এ Active voice কে Passive Voice এ পরিবর্তন করতে হলে-
Active Voice এর Object টি Passive Voice এ Subject হয়ে যাবে।
Active Voice এর Subject টি Passive Voice এ Object হয়ে যাবে এবং তার পূর্বে by বসবে।
Passive Voice এর Subject এর Person ও Number অনুযায়ী তার পরে Be Verb, am being / is being / are being এর যেকোন একটি বসবে।
Active Voice এর মূল Verb টির Past Participle রূপ Passive Voice এ বসবে।
সহজভাবে গঠন প্রণালী দেখে নেই একবার: Active Voice এর Object + am being / is being / are being + মূল Verb এর Past Participle + by + Active Voice এর Subject.
উদাহারন হিসেবে দেখানো যায় –
Active : We are eating banana.
Passive: Banana is being eaten by us.
Active: He is reading a story book.
Passive: A story book is being read by him.
Active: She is writing a novel.
Passive: A novel is being written by her.
Active: They are reading Newspaper.
Passive: Newspaper is being read by them.
Active: They are doing homework.
Passive: Homework is being done by them.
Past Continuous Tense
Past Continuous Tense এ Active voice কে Passive Voice এ পরিবর্তন করতে হলে-
Active Voice এর Object টি Passive Voice এ Subject হয়ে বসবে।
Active Voice এর Subject টি Passive Voice এ Object হয়ে বসবে এবং তার পূর্বে by বসবে।
Passive Voice এর Subject এর Person ও Number অনুযায়ী তার পরে Be Verb, was being / were being এর যেকোন একটি বসবে।
Active Voice এর মূল Verb টি Passive Voice এ Past Participle রূপে বসবে।
সহজভাবে গঠন প্রণালী দেখে নেই একবার: Active Voice এর Object + was being / were being + মূল Verb এর Past Participle রূপ + by + Active Voice এর Subject.
উদাহারন হিসেবে দেখানো যায় –
Active: We were drinking water.
Passive: Water was being drunk by us.
Active : Mother was cooking dinner.
Passive : Dinner was being cooked by Mother.
Active : He was reading a story book.
Passive : A story book was being read by him.
Active : She was writing a poem.
Passive : A poem was being written by her.
Active : They were playing Ludo.
Passive : Ludo was being played by them.
Active : They were doing Class work .
Passive : Class work was being done by them.
Future Continuous Tense
Future Continuous Tense এ Active voice কে Passive Voice এ পরিবর্তন করতে হলে-
Active Voice এর Object টি Passive Voice এ Subject হয়ে বসবে।
Active Voice এর Subject টি Passive Voice এ Object হয়ে বসবে এবং তার পূর্বে by বসবে।
Passive Voice এর Subject এর Person ও Number অনুযায়ী তার পরে Be Verb, shall be being / will be being এর যেকোন একটি বসবে।
Active Voice এর মূল Verb টি Passive Voice এ Past Participle রূপে বসবে।
সহজভাবে গঠন প্রণালী দেখে নেই একবার: Active Voice এর Object + shall be being / will be being + মূল Verb এর Past Participle রূপ + by + Active Voice এর Subject.
উদাহারন হিসেবে দেখানো যায় –
Active: We shall be eating Carrot.
Passive: Carrot will be being eaten by us.
Active: Mother will be cooking Pasta.
Passive: Pasta will be being cooked by Mother.
Active : She will be writing a CV.
Passive : A CV will be being written by her.
Active : They will be playing Mobile Games.
Passive : Mobile Games will be being played by them.
Active : They will be doing the work.
Passive : The work will be being done by them.
Present Perfect Tense
Present Perfect Tense এ Active voice কে Passive Voice এ পরিবর্তন করতে হলে-
Active Voice এর Object টি Passive Voice এ Subject হয়ে বসবে ।
Active Voice এর Subject টি Passive Voice এ Object হয়ে বসবে এবং তার পূর্বে by বসবে।
Passive Voice এর Subject এর Person ও Number অনুযায়ী তার পরে Be Verb, have been / has been এর যেকোন একটি বসবে।
Active Voice এর মূল Verb টি Passive Voice এ Past Participle রূপে বসবে।
সহজভাবে গঠন প্রণালী দেখে নেই একবার: Active Voice এর Object + have been / has been + মূল Verb এর Past Participle রূপ + by + Active Voice এর Subject.
উদাহারন হিসেবে দেখানো যায় –
Active: We have eaten Papaya.
Passive: Papaya has been eaten by us.
Active: Mother has cooked Biryani.
Passive: Biryani has been cooked by Mother.
Active: He has read a novel.
Passive: A novel has been read by him.
Active: She has written a report.
Passive: A report has been written by her.
Active: They have played UNO.
Passive: UNO has been played by them.
Active: I have eaten Salad.
Passive: Salad has been eaten by me.
Active: They have read History.
Passive: History has been read by them.
Past Perfect Tense
Past Perfect Tense এ Active voice কে Passive Voice এ পরিবর্তন করতে হলে-
Active Voice এর Object টি Passive Voice এ Subject হয়ে বসবে।
Active Voice এর Subject টি Passive Voice এ Object হয়ে বসবে এবং তার পূর্বে by বসবে।
Passive Voice এর Subject এর পরে Be Verb, had been বসবে।
Active Voice এর মূল Verb টি Passive Voice এ Past Participle রূপে বসবে।
সহজভাবে গঠন প্রণালী দেখে নেই একবার: Active Voice এর Object + had been + মূল Verb এর Past Participle রূপ + by + Active Voice এর Subject.
উদাহারন হিসেবে দেখানো যায় –
Active: We had eaten Jackfruit.
Passive: Jackfruit had been eaten by us.
Active: Mother had cooked Chinese.
Passive: Chinese had been cooked by Mother.
Active : He had read a travel book.
Passive : A travel book had been read by him.
Active : She had written a letter.
Passive : A letter had been written by her.
Active : They had played Card
Passive : Card had been played by them.
Future Perfect Tense
Future Perfect Tense এ Active voice কে Passive Voice এ পরিবর্তন করতে হলে-
Active Voice এর Object টি Passive Voice এ Subject হয়ে বসবে।
Active Voice এর Subject টি Passive Voice এ Object হয়ে বসবে এবং তার পূর্বে by বসবে।
Passive Voice এর Subject এর Person ও Number অনুযায়ী তার পরে Be Verb, shall have been /will have been এর যেকোন একটি বসবে। এবং Active Voice এর মূল Verb টি Passive Voice এ Past Participle রূপে বসবে।
সহজভাবে গঠন প্রণালী দেখে নেই একবার: Active Voice এর Object +shall have been / will have been+ মূল Verb এর Past Participle রূপ + by + Active Voice এর Subject.
উদাহারন হিসেবে দেখানো যায় –
Active : We shall have eaten mango.
Passive : Mango will have been eaten by us.
Active : Mother will have cooked rice.
Passive : Rice will have been cooked by Mother.
Active : He will have read a thriller book.
Passive: A thriller book will have been read by him.
Active : She will have written a letter.
Passive : A letter will have been written by her.
Active : They will have played Basketball.
Passive : Basketball will have been played by them.
Active : I shall have eaten potato.
Passive : Potato will have been eaten by me.
perfect continuous এর ব্যবহার খুব বেশি না থাকার কারণে এ নিয়ে আলোচনায় আর গেলাম না আজকে। আজকের আলোচনা থেকে voice এর ভালো ধারণা আপনারা আশা করি পেয়েছেন। আজকে active voice থেকে passive voice এর পরিবর্তন দেখানো হলেও passive voice থেকে active voice এ রূপান্তরের পাশাপাশি ব্যতিক্রম ও perfect continuous নিয়ে আলোচনা হবে অন্য আরেকদিন। ততদিন পর্যন্ত আমাদের সাথেই থাকুন।

