৮ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আজ রয়েছে গণিতের ২য় অধ্যায় অর্থাৎ মুনাফা অধ্যায়ের উপর মডেল টেস্ট। সরল ও চক্রবৃদ্ধি মুনাফার উপর ভিত্তি করে ৫টি নমুনা সৃজনশীল প্রশ্ন দেয়া হয়েছে। প্রশ্নগুলো সমাধান ক্রলে অনেক ধরণের প্রশ্নের সমাধান করতে শিক্ষার্থীরা সক্ষম হবে।
১। কোনো আসল ৬ বছরে মুনাফা-আসলে ১১০০০ টাকা হয় এবং মুনাফা আসলের ৩/৮ অংশ।
ক) আসল নির্ণয় কর।
খ) মুনাফার হার কত?
গ) কত বছরে মুনাফা আসলের দ্বিগুণ হবে?
২। হাসান সাহেব একজন আম ব্যবসায়ী। তিনি রাজশাহী থেকে ৩০ টাকা কেজি দরে আম ক্রয় করে চট্টগ্রামে এনে বিক্রি করায় ২০% ক্ষতি হয়। তিনি হিসাব করে দেখলেন তার ক্ষতির পরিমাণ ১৫০০০ টাকা।
ক) হাসান সাহেব কত কেজি আম কিনেছিলেন?
খ) প্রতি কেজি আমের বিক্রয়মূল্য কত?
গ) প্রতি কেজি আম কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?
৩। হাবিব সাহেব শতকরা বার্ষিক ৮ হার মুনাফায় ১২৫০ টাকা বিনিয়োগ করলেন।
ক) ৬ বছরের মুনাফা নির্ণয় কর।
খ) শতকরা বার্ষিক ৫ টাকা হার মুনাফায় কত বছরে ১০০০ টাকায় পূর্বের মুনাফা পাওয়া যাবে?
গ) ১০% হার মুনাফায় কত টাকা বিনিয়োগ করলে ২ বছরে উক্ত মুনাফার দ্বিগুণ মুনাফা পাওয়া যাবে?
৪। এক ব্যক্তি ১০% মুনাফায় ৩০০০ টাকা এবং ৮% মুনাফায় ২০০০ টাকা বিনিয়োগ করেন।
ক) ২০০০ টাকার মুনাফা নির্ণয় কর।
খ) গড় মুনাফার হার নির্ণয় কর।
গ) গড় মুনাফায় কত বছরে ঐ মূলধন মুনাফা আসলে দ্বিগুণ হবে?
৫। কোনো আসল ৩ বছরে মুনাফা-আসলে ১৫৭৮ টাকা এবং ৫ বছরে মুনাফা-আসলে ১৮৩০ টাকা হয়।
ক) ২ বছরের মুনাফা নির্ণয় কর।
খ) আসল ও মুনাফার হার নির্ণয় কর।
গ) একই হার মুনাফায় কত বছরে মুনাফা আসলের ৩/৪ অংশ হবে?

