৮ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আজ রয়েছে গণিতের ৩য় অধ্যায় অর্থাৎ পরিমাপ অধ্যায়ের উপর মডেল টেস্ট। পরিমাপ অধ্যায়ের উপর ভিত্তি করে ৫টি নমুনা সৃজনশীল প্রশ্ন দেয়া হয়েছে। প্রশ্নগুলো সমাধান করলে অনেক ধরণের প্রশ্নের সমাধান করতে শিক্ষার্থীরা সক্ষম হবে।
১। একটি পুকুরের দৈর্ঘ্য ৬০ মিটার এবং প্রস্থ ৪০ মিটার। পুকুরের পাড়ের বিস্তার ৩ মিটার।
ক) পুকুরের ক্ষেত্রফল নির্ণয় কর।
খ) পাড়ের ক্ষেত্রফল নির্ণয় কর।
গ) ২ বর্গ মিটার বর্গাকার পাথর দিয়ে পাড় বাঁধাতে কতটি পাথর লাগবে?
২। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের দেরগুণ।
ক) ক্ষেত্রফলকে ‘ক’ এর মাধ্যমে প্রকাশ কর।
খ) দৈর্ঘ্য ও প্রস্থ কত ফুট?
গ) ১.৫ বর্গফুট বিশিষ্ট টাইলসের মূল্য ১২০ টাকা হলে, সম্পূর্ণ মেঝেতে টাইলস লাগাতে কত খরচ হবে? এবং কতটি টাইলস লাগবে?
৩। একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য ৪৮ মিটার এবং প্রস্থ ৩২ মিটার ৮০ সেন্টি মিটার। পার্কটির বাইরে চারিদিকে ২.৫ মিটার চওড়া একটি রাস্তা আছে।
ক) রাস্তাসহ পার্কের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় কর।
খ) পার্কটির পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় কর।
গ) রাস্তার ক্ষেত্রফল নির্ণয় কর।
৪। ৪০ মিটার দৈর্ঘ্য ও ৩০ মিটার প্রস্থবিশিষ্ট একটি মাঠের ঠিক মাঝে আড়াআড়িভাবে ১.৫ মিটার প্রশস্ত দুটি রাস্তা আছে। মাঠে প্রতি বর্গ মিটারে ঘাস লাগাতে ১৭ টাকা খরচ হয়।
ক) মাঠের ক্ষেত্রফল কত?
খ) রাস্তার ক্ষেত্রফল কত?
গ) অর্ধেক মাঠে ঘাস লাগাতে কত খরচ হবে?
৫। একটি পুকুরের দৈর্ঘ্য ৬০ মিটার এবং প্রস্থ ৫০ মিটার। পুকুরের পাড়ের বিস্তার ৩ মিটার। পুকুরের মাটি খনন করতে প্রতি ঘনমিটারে ২৫ টাকা খরচ হয় এবং পুকুরের গভীরতা ৫ মিটার।
ক) পুকুরের ক্ষেত্রফল নির্ণয় কর।
খ) পুকুরের পরিসীমা ও পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় কর।
গ) পুকুরের মাটি খননে কত টাকা খরচ হবে এবং পুকুরে কত লিটার পানি আছে?

