ধারাবাহিক মডেল টেস্টের অংশ হিসেবে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ও পিইসি পরিক্ষার্থীদের জন্য আজকে রয়েছে গণিতের ৬ষ্ঠ ও ৭ম অধ্যায়ের সমন্বয়ে মডেল টেস্ট। ভগ্নাংশ অধ্যায়ের উপর মোট ৫টি নমুনা সৃজনশীল প্রশ্ন দেয়া হয়েছে। শিক্ষার্থীরা ভালোভাবে অনুশীলন করলে এই ধরনের আরও অনেক সমস্যার সমাধান করতে সক্ষম হবে।
১। ৭ মিটার লম্বা একটি ধাতব নলের ওজন ৩ সমস্ত ১/৩ কেজি।
ক) প্রকৃত ভগ্নাংশ কী?
খ) নলটির ১ মিটারের ওজন কত?
গ) ১ কেজি নলের প্রয়োজন হলে কতটুকু লম্বা নল কাটতে হবে?
২। ভগ্নাংশগুলো লক্ষ করি- ৫/৮, ৭/১৬, ৩/৪
ক) ভগ্নাংশগুলোর হরের লসাগু কত?
খ) ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ কর।
গ) ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাও।
৩। এক ব্যাক্তির নিকট ৭২০০০ টাকা ছিল। তিনি তার টাকার ১/৮ অংশ মেয়েকে দিলেন। ২/৩ অংশ দুই ছেলেকে দিলেন। অবশিষ্ট টাকা তার কাছে রয়ে গেল।
ক) মেয়ে কত টাকা পেল?
খ) ছেলে ও মেয়ে মোট টাকার কত অংশ পেল?
গ) তার নিকট আর কত টাকা থাকল?
৪। ১০ মিটার লম্বা একটি সাদা ফিতার ৫ সমস্ত ১/১২ মিটার নীল রঙ এবং ১/৩ মিটার লাল রঙ করা হলো।
ক) ফিতাটির কতটুকু নীল ও লাল রঙ করা হলো।
খ) ফিতার সাদা অংশের দৈর্ঘ্য নির্ণয় কর।
গ) ফিতাটির কোন রঙ বেশি করা হয়েছে?
৫। মনিরের ১ সমস্ত ৫/৬ মিটার দৈর্ঘ্য ফিতা আছে মানুনের ১ সমস্ত ৫/৮ মিটার দৈর্ঘ্যের ফিতা আছে।
ক) মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ কর।
খ) মনির এবং মানুনের একত্রে কত মিটার ফিতা আছে?
গ) কার ফিতার পরিমাণ বেশি এবং কার কম?

