ধারাবাহিক মডেল টেস্টের অংশ হিসেবে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য আজকে রয়েছে গণিতের অনুশীলনী ১.৩ এর ওপর মডেল টেস্ট। ১ম অধ্যায়ের ল.সা.গু. ও গ.সা.গু. অনুশীলনী থেকে মোট ৫টি নমুনা সৃজনশীল প্রশ্ন দেয়া হয়েছে। শিক্ষার্থীরা ভালোভাবে অনুশীলন করলে আশা করা যায়, এই ধরনের অন্যান্য সমস্যারও সমাধান করতে সক্ষম হবে।
১. দুইটি সংখ্যার গুণফল ৩২৫০ এবং গ.সা.গু. ১৩।
ক. প্রদত্ত গ.সা.গু. এর সংখ্যাটি মৌলিক না যৌগিক সংখ্যা?
খ. সংখ্যা দুইটির ল.সা.গু. নির্ণয় কর।
গ. একটি সংখ্যা গ.সা.গু. এর ৫ গুণ হলে অপর সংখ্যাটি কত?
২. ৩৬৫ ও ৪৬৩ দুইটি সংখ্যা।
ক. ৩৬৫ এর গুণনীয়কগুলো লেখ।
খ. কোন বৃহত্তম সংখ্যা দ্বারা উল্লিখিত সংখ্যাদ্বয়কে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে ৫ ও ৭ থাকে?
গ. কোন বৃহত্তম সংখ্যা দ্বারা উল্লিখিত সংখ্যাদ্বয়কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ৩ থাকবে?
৩. তিনটি ড্রামে যথাক্রমে ২২৫ লিটার, ৩৭৫ লিটার ও ৫২৫ লিটার পানি আছে।
ক. ৩৭৫ এর মৌলিক গুণনীয়কগুলো লেখ।
খ. সর্বাধিক কত লিটার পানি ধরে এরূপ বালতি দিয়ে ড্রাম তিনটি পূর্ণ করা যায়?
গ. কোন ড্রামে কত বালতি পানি ধরে?
৪. একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে ৬৭২ সে.মি. ও ৯৬০ সে.মি.।
ক. ৬৭২ এর মৌলিক গুণনীয়কগুলো লেখ।
খ. পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত?
গ. প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় কর।
৫. ২৫, ৫০, ৭৫ ও ১২৫ চারটি সংখ্যা।
ক. ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার মধ্যে পার্থক্য কত?
খ. উৎপাদকের সাহায্যে উদ্দীপকে উল্লিখিত সংখ্যা চারটির ল.সা.গু. ও গ.সা.গু. নির্ণয় কর।
গ. ছয় অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা উদ্দীপকে উল্লেখিত সংখ্যা চারটি দ্বারা নিঃশেষে বিভাজ্য?

