মডেল টেস্টের আজকের অংশে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ও পিইসি পরিক্ষার্থীদের জন্য আজকে রয়েছে গণিতের ৮ম অধ্যায়ের মডেল টেস্ট। গড় অধ্যায়ের উপর মোট ৫টি নমুনা সৃজনশীল প্রশ্ন রয়েছে আজকের টেস্টে। শিক্ষার্থীরা ভালোভাবে অনুশীলন করলে গড় সম্পর্কিত অনেক সমস্যার সমাধান করতে সক্ষম হবে।
১. তিন সন্তান ও তাদের পিতার গড় বয়স ১৭ বছর। তিন সন্তান ও তাদের মাতার গড় বয়স ১৫ বছর। মাতার বয়স ৩০ বছর।
ক) তিন সন্তান ও তাদের পিতার বয়সের যোগফল কত?
খ) পিতার বয়স কত?
গ) মাতার বয়স কত?
ঘ) পিতা, মাতা, ও তিন সন্তানের মোট বয়স কত?
২. একটি ঝুড়িতে ১৫০টি আম আছে। এরূপ ১০টি ঝুড়ির আম থেকে সুমনকে ৪৭৫টি এবং রুনাকে ৫৭৫টি আম দেওয়া হলো। বাকি আমগুলো অনামিকাকে দেওয়া হলো।
ক) অনামিকা কতটি আম পেল?
খ) অনামিকা কত ঝুড়ি আম পেল?
গ) তাদের তিন জনের আমের গড় কত?
৩. তোমার বাবা তোমাদের নতুন বাড়ির জন্য ১৪৭৭ টাকার ৫টি বাল্ব কিনলেন। এদের মধ্যে ৩টি বাল্বের গড় মূল্য ১৯৫ টাকা।
ক) বাল্বগুলোর গড় মূল্য কর?
খ) অপর ৪টি বাল্বের গড় মূল্য কত?
গ) গড় মূল্য ২২০ টাকা হলে, ৯টি বাল্বের জন্য কত টাকা খরচ হবে?
৪. সাকিব এবং তামিমের পাঁচটি ক্রিকেট ম্যাচের স্কোর দেয়া হলো-
সাকিব ৬৮ ৯৫ ৫৬ ৯০ ৬৫
তামিম ৭২ ৭৮ ৮৪ ৮০ ৮৬
ক) ৪র্থ ও ৫ম ক্রিকেট ম্যাচে তামিমের গড় স্কোর কত? ।
খ) সাকিবের গড় স্কোর বের কর।
গ) কে ভালো খেলেছে? ব্যাখ্যা কর।
৫। পিতা ও তিন সন্তানের বয়সের গড় ১৪ বছর। মাতা ও ঐ তিন সন্তানের বয়সের গড় ১২ বছর। ঐ তিন সন্তানের বয়সের গড় ৫ বছর।
ক) তিন সন্তানের বয়সের যোগফল কত?
খ) পিতার বয়স কত?
গ) পিতা, মাতা ও তিন পুত্রের বয়সের গড় কত?

