৮ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আজ রয়েছে গণিতের ৪র্থ অধ্যায়ের ওপর মডেল টেস্ট। বীজগণিতীয় সূত্রাবলি ও প্রয়োগ অধ্যায়ের চারটি অনুশীলনীর সমন্বয়ে ৫টি নমুনা সৃজনশীল প্রশ্ন দেয়া হয়েছে। প্রশ্নগুলো সমাধান করার পর এই ধরণের অনেক প্রশ্নের সমাধান করতে পারবে শিক্ষার্থীরা।
১। x –1/x = 3 একটি বীজগাণিতিক রাশি।
ক) x + 1/x এর মান কত?
খ) x2 + 1/ x2 এর মান নির্ণয় কর।
গ) দেখাও যে, x4 – 111x8-1=0
২। a + 1/a =4 একটি বীজগাণিতিক রাশি।
ক) a –1/a এর মান কত?
খ) a +1/a =2 হলে দেখাও যে, a2 + 1/ a2 = a6 + 1/ a6
গ) a +1/a =4 হলে a4 + 1/ a4 এর মান নির্ণয় কর।
৩। a – 1/a = m একটি বীজগণিতীয় সমীকরণ।
ক) প্রমাণ কর যে, a2 = am + 1
খ) a2 + 1/ a2 এর মান নির্ণয় কর।
গ) a4 + 1/ a4 এর মান নির্ণয় কর।
৪। x2-4x=1 একটি বীজগণিতীয় সমীকরণ।
ক) x –1/x এর মান কত? (4)
খ) x2 + 1/ x2 এর মান নির্ণয় কর। (18)
গ) দেখাও যে, x4 + 1/ x4 = 322
৫। a –1/a = 5 একটি বীজগণিতীয় সমীকরণ।
ক) a3 + 1/ a3 এর মান নির্ণয় কর।
খ) a6 – 1/ a6 এর মান নির্ণয় কর।
গ) দেখাও যে, a8+1=727a4

