কুরআন মাজিদ শুদ্ধভাবে পড়তে হলে আমাদের কিছু ব্যাপারে জ্ঞান থাকা অত্যাবশ্যক। আজকে আমরা এমন উল্লেখযোগ্য কিছু বিষয় যেমন- তাজবীদ, হরকত, তানবিন, জযম, মাদ্দ ও মাখরাজ সম্পর্কে জানার চেষ্টা করব। শুরু করা যাক-
তাজবীদ কাকে বলে?
—তাজবীদ শব্দের অর্থ উত্তম বা সুন্দর করা। কুরআন মাজিদের আয়াত সমূহ সুন্দরও শুদ্ধ করে পড়াকে তাজবীদ বলে। অর্থাৎ কুরআন মাজিদ শুদ্ধভাবে তিলাওয়াত এর জন্য যে নিয়ম রয়েছে তাকে তাজবীদ বলে।
হরকত কাকে বলে?
—আরবি হরফে যবর যের এবং নামক পেশ নামক স্বরচিহ্নকে হরকত বলে। যেমন- হরফের উপর জবর থাকলে উচ্চারণ আ-কার হবে। যেমন- আলিফ যবর আ। হরফের নিচে যের থাকলে উচ্চারণে ই-কি কার হবে। যেমন- আলিফ যের ই। হরফের উপরে পেশ থাকলে উচ্চারণে উ-কার হবে। যেমন আলিফ পেশ-উ হবে।
তানবিন কাকে বলে?
—দুই যবর, দুই যের, দুই পেশ কে তানবিন বলে। যেমন- বা দুই যবর বান, বা দুই জের বীন, বা দুই পেশ বুন।
জযম কাকে বলে?
—কুরআন মজিদে এমন অনেক হরফ আছে যাতে যবর, যের, পেশ নেই। হরফটি উচ্চারণের জন্য একটি চিহ্ন ব্যবহার করা হয়। এই চিহ্নকে (^) জযম বলে। যেমন আলিফ লাম যবর আল, আলিফ লাম যের ইল।
নুকতা কাকে বলে?
— আরবি হরফের নিচে বা উপরে এক বা একাধিক ফোঁটা দেখা যায়। এ ফোঁটাগুলোকে নুকতা বলে। আরবি ২৯ হরফের মধ্যে ১৫টিতে নুকতা আছে। যেমন- বা, তা, ছা, জিম ইত্যাদি।
তাশদিদ কাকে বলে?
— আরবি ভাষায় কোন হরফকে পাশাপাশি একসাথে দুইবার উচ্চারণ করতে হলে ওই হরফের উপর হরকতসহ এক বিশেষ চিহ্ন বসাতে হয়। ওই বিশেষ চিহ্নকে তাশদিদ বলে। চিহ্নটি সীন হরফের প্রথম অংশের মতো । মনে রাখতে হবে যে, তাশদিদযুক্ত হরফ দুইবার উচ্চারিত হয়।
যেমন- আলিফ নুন যের ইন এবং নুন যবর না মিলে ইন্না।
র বা যবর রব এবং বা যবর বা মিলে রব্বা।
মাদ্দ কাকে বলে? মাদ্দের হরফ কয়টি?
—কুরআন মজীদের কোন কোন স্থান টেনে পড়তে হয়। এই টেনে পড়াকে মাদ্দ বলে। মাদ্দের হরফ তিনটি- আলিফ, ওয়াও, ইয়া। যেমন- যবর এর পরে আলিফ থাকলে টেনে পড়তে হয়। যেমন- মা-যা, যের এর পরে জযম যুক্ত ওয়াও থাকলে টেনে পড়তে হয়। যেমন কি-লা। পেশের পরে জযম যুক্ত ওয়া থাকলে টেনে পড়তে হয়। যেমন- কু-লু। মাদ্দ সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করা হবে ভিন্ন একটি লেখায়।
মাখরাজ কাকে বলে? মাখরাজ কয়টি?
—মাখরাজ শব্দের অর্থ উচ্চারণের স্থান। আরবি হরফ সমূহ মুখের যে স্থান থেকে উচ্চারিত হয় সে স্থানকে মাখরাজ বলে। আরবি হরফের মাখরাজ ১৭টি। মাখরাজ নিয়ে বিস্তারিত পড়ে আসতে পারেন এখান থেকে।