মডেল টেস্টের আজকের অংশে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য রয়েছে গণিতের অনুশীলনী ১.৫ এর ওপর মডেল টেস্ট। ১ম অধ্যায়ের ভগ্নাংশ অনুশীলনী থেকে মোট ৫টি সৃজনশীল প্রশ্ন দেয়া হয়েছে নমুনা হিসেবে।
১. একটি পানি ভর্তি বালতির ওজন ১৬ ১/২ কেজি। বালতির ১/৪ অংশ পানি ভর্তি থাকলে তার ওজন ৫১২ কেজি হয়।
ক. ১৬ ১/২ ও ৫ ১/২ এর গ.সা.গু কত?
খ. খালি বালতির ওজন নির্ণয় কর।
গ. পানি ভর্তি বালতিতে বালতির ওজনের কতগুণ পানি আছে?
২. আজম সাহেব তার জমির ১/৮ অংশ স্ত্রীকে, ১/২ অংশ পুত্রকে ও ১/৪ অংশ মেয়েকে দান করলেন। তাঁর অবশিষ্ট জমির মূল্য ৩০,০০০ টাকা।
ক. আজম সাহেব মোট কত অংশ দান করলেন?
খ. তাঁর মোট জমির মূল্য কত?
গ. প্রত্যেকের জমির মূল্য নির্ণয় কর।
৩. ৫ ১/৬ একটি মিশ্র ভগ্নাংশ এবং ২৩/৪ একটি অপকৃত ভগ্নাংশ।
ক. ২৩/৪ কে মিশ্র ভগ্নাংশে প্রকাশ কর।
খ. ভগ্নাংশগুলোর গ.সা.গু. বের কর।
গ. দেখাও যে, ভগ্নাংশগুলোর গুণফল তাদের গ.সা.গু. ও ল.সা.গু. এর গুণফলের সমান।
৪. একটি পানি ভর্তি বালতির ওজন ১৬ ১/২ কেজি। বালতিটির ১/৪ অংশ পানি ভর্তি থাকলে তার ওজন ৫ ১/৪ কেজি হয়।
ক. বালতিটির কতটুকু অংশ খালি? ২
খ. বালতির পানির ওজন কত? ৪
গ. খালি বালতির ওজন কত? ৪
৫. কামাল তার বাবার সম্পত্তির ৭/১৮ অংশ পায়। তার দুই বোন যাদের প্রত্যেকে তার অর্ধেক সম্পত্তি পায়। কামাল তার সম্পত্তির ৫/৬ অংশ তিন সন্তানের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়।
ক. কামালের প্রত্যেক বোন তার বাবার সম্পত্তির কত অংশ পায়?
খ. কামালের প্রত্যেক সন্তান কামালের বাবার সম্পত্তির কত অংশ পায়?
গ. কামালের প্রত্যেক সন্তানের সম্পত্তির মূল্য ৩৫ লাখ টাকা হলে কামালের বাবার মোট সম্পত্তির মূল্য কত?

