প্রিয় পরিক্ষার্থী ও শিক্ষার্থীরা, আজ আমরা ৫ম শ্রেণির ১০ম অধ্যায়ের মডেল টেস্ট নিয়ে এসেছি। জ্যামিতি অধ্যায়ের ৩টি নমুনা প্রশ্ন দেয়া হলো অনুশীলনের জন্য। প্রতিটিতে রয়েছে তিনটি করে প্রশ্ন। আশা করি শিক্ষার্থীরা প্রশ্নগুলো সহজেই সমাধান করতে পারবে।
১. যেকোনো ২টি প্রশ্নের উত্তর দাও
ক) ১) এমন একটি বৃত্ত আঁক যার ব্যাসার্ধ ২ সে.মি.
২) অঙ্কিত বৃত্তের দুইটি বৈশিষ্ট্য লেখ।
খ) একটি আয়তের ভূমি ২ সে.মি. এবং উচ্চতা ৪ সে.মি.
১) আয়তটি আঁক ২) অঙ্কিত আয়তের বৈশিষ্ট্য লেখ
গ) রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য ৪ সে.মি. এবং একটি কোণ ৬০°
১) রম্বসটি আঁক ২) অঙ্কিত রম্বসের বৈশিষ্ট্য লেখ।
২. যেকোনো দুইটি প্রশ্নের উত্তর দাও-
ক) ১) এমন একটি বৃত্ত আঁক যার ব্যাসার্ধ ২ সেমি।
২) অঙ্কিত বৃত্তের দুইটি বৈশিষ্ট্য লেখ।
খ) আয়তাকার একটি কাগজের দৈর্ঘ্য ৬ সেমি এবং প্রস্থ ৩ সেমি।
১) কাগজটির অনুরূপ একটি চিত্র আঁক।
২) অংকিত চিত্রটির বৈশিষ্ট্য লেখ।
গ) ১) ৪ সেমি বাহু বিশিষ্ট একটি বর্গ আঁক।
২) অঙ্কিত বর্গের বৈশিষ্ট্য লেখ।
৩. যেকোনো দুইটি প্রশ্নের উত্তর দাও-
ক) ১) ৫ সেমি ব্যাসার্ধবিশিষ্ট একটি বৃত্ত এঁকে এর ব্যাস, ব্যাসার্ধ ও ব্যাস ভিন্ন একটি জ্যা চিহ্নিত কর
২) অঙ্কিত বৃত্তের দুইটি বৈশিষ্ট্য লেখ।
খ) আয়তাকার একটি কাগজের দৈর্ঘ্য ৬ সেমি এবং প্রস্থ ৩ সেমি।
১) কাগজটির অনুরূপ একটি চিত্র আঁক।
২) অংকিত চিত্রটির বৈশিষ্ট্য লেখ।
গ) একটি বাহুর দৈর্ঘ্য ৬ সেমি
১) এমন একটি বর্গ আঁক যার বাহুর দৈর্ঘ্য প্রদত্ত বাহুর সমান
২) অঙ্কিত বর্গের বৈশিষ্ট্য লেখ।