প্রিয় পরিক্ষার্থী ও শিক্ষার্থীরা, ধারাবাহিক মডেল টেস্ট পর্বে আজকে রয়েছে অধ্যায় ১১ এর মডেল টেস্ট। পরিমাপ অধ্যায়ের ৫টি নমুনা সৃজনশীল প্রশ্ন দেয়া হয়েছে অনুশীলনের জন্য। শিক্ষার্থীরা প্রশ্নগুলো সহজেই সমাধান করতে পারবে আশা করছি।
১. একটি বোতলে ১০০০ সেন্টিলিটার পানি ধরে।
ক) অনুরূপ ১৫টি বোতলে কত লিটার পানি ধরবে?
খ) একটি খালি বালতি পানি দ্বারা ভর্তি করতে ৫০০ মিলিলিটারের ৩০ বোতল পানি লাগলে বালতিটিতে মোট কত লিটার পানি ধরে?
গ) পানি ভর্তি বালতি থেকে ২ লিটার ৫০০ মিলিলিটার পানি ফেলে দিলে ঐ বালতিতে আর কী পরিমাণ পানি থাকবে?
২. উত্তর ইটখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠটি আয়তাকার। উক্ত মাঠের এক পাশের দৈর্ঘ্য ১৪০ মিটার ও একপাশের প্রস্থ ১১০ মিটার।
ক) উক্ত মাঠের ক্ষেত্রফল কত?
খ) মাঠের অপর পাশের দৈর্ঘ্য ও প্রস্থ কত?
গ) একজন লোক ঐ মাঠের চার পাশ দিয়ে ২ বার হাঁটলে তার কতটুকু হাঁটা হবে?
৩. একটি পরিবার ৮ দিনে ২০ লিটার খাবার পানি ব্যবহার করে।
ক) দৈনিক গড়ে কত লিটার পানি ব্যবহার করে?
খ) ১ মাসে কী পরিমাণ পানি ব্যবহার করে?
গ) প্রতিদিন গড়ে কত সেন্টিলিটার পানি ব্যবহার করে?
৪. একটি বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ৪১ মিটার।
ক) বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত?
খ) যদি বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ১ মিটার কম হয়, তবে ক্ষেত্রফল কত হবে?
গ) যদি ক্ষত্রটির দৈর্ঘ্য ১ মিটার বেশি ও প্রস্থ ১ মিটার কম হয় তবে ক্ষেত্রফল কত হবে?
৫. একটি বড় বালতিতে ৪০ লিটার পানি ধরে।।
ক) অনুরূপ ৭৫ বালতিতে কত কিলো লিটার পানি ধরবে?
খ) যদি তুমি অনুরূপ একটি খালি বালতি পানি দ্বারা পূর্ণ করতে চাও, তাহলে ৫০০ মিলি লিটার পানি ধরে এমন মগের কত মগ পানি লাগবে?
গ) পানি ভর্তি বালতি থেকে ১৪ লিটার ৫০০ মিলিলিটার পানি ফেলে দিলে ঐ বালতিতে আর কী পরিমাণ পানি থাকবে?

