ধারাবাহিক মডেল টেস্টে আজ আমরা ৭ম শ্রেণির গণিতের ২য় অধ্যায়ের মডেল টেস্ট নিয়ে চলে এলাম। দ্বিতীয় অধ্যায়ের ৩টি অনুশীলনীর দ্বিতীয়টি, অর্থাৎ লাভ-ক্ষতি থেকে মোট ৫টি নমুনা সৃজনশীল প্রশ্ন দেয়া হলো অনুশীলনের জন্য। ভালোভাবে অনুশীলন করলে লাভ-ক্ষতি সংক্রান্ত বিভিন্ন ধরণের সমস্যার সমাধান করা যাবে। এছাড়া এই অনুশীলনীর সম্পূর্ণ সমাধান ও সৃজনশীলের সমাধান-ভিডিও রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে।
১। তানভীর সাহেব তার দোকানের চাল ৪৮৯৬ টাকায় বিক্রয় করায় ১৫% ক্ষতি হয়।
ক. ১৫% ক্ষতি বলতে কী বুঝ?
খ. চালের ক্রয়মূল্য নির্ণয় কর।
গ. ঐ চাল কত টাকায় বিক্রয় করলে ৫% লাভ হবে?
২। মাহবুব মিষ্টির দোকান থেকে ৩৫০ টাকা দরে ৫ কেজি সন্দেশ ক্রয় করল। ভ্যাটের হার ৪ টাকা।
ক. ভ্যাট কী?
খ. সন্দেশের মোট ক্রয়মূল্য কত?
গ. সে ভ্যাটসহ দোকানিকে কত দেবে?
৩। একটি দ্রব্য ৬২৫ টাকায় বিক্রয় করায় ১৬% ক্ষতি হয়।
ক. দ্রব্যটি ক্রয়মূল্য কত?
খ. দ্রব্যটি ৭৮৩ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
গ. দ্রব্যটি কত টাকায় বিক্রয় করলে ১৬% লাভ হবে?
৪। ১টি প্যান্ট ৪০০ টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় ৪৮০ টাকায় বিক্রয় করলে তার তিনগুণ লাভ হয়।
ক. লাভ ও ক্ষতি সম্পর্কিত সূত্র দুটি লেখ।
খ. উদ্দীপকের আলোকে প্যান্টটির ক্রয়মূল্য নির্ণয় কর।
গ. যদি প্যান্টটি ৫০০ টাকায় বিক্রয় করা হয় তবে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
৫। হাবিব সাহেব একজন চাকুরিজীবী। তাঁর মাসিক মূলবেতন ২৭৬৫০ টাকা। বার্ষিক মোট আয়ের প্রথম এক লক্ষ আশি হাজারে আয়কর ০ (শূন্য) টাকা। পরবর্তী টাকার ওপর আয়করের হার ১০ টাকা।
ক. হাবিব সাহেবের বার্ষিক আয় কত?
খ. তাঁর করযোগ্য টাকার পরিমাণ কত? কর বাবদ তাঁকে কত টাকা দিতে হয়েছে?
গ. তাঁর সম্পূর্ণ আয়ের শতকরা কত টাকা আয়কর দিতে হবে?